অন্তর্ঘাত, ষড়যন্ত্র না নাশকতা! বালেশ্বরের ঘটনার সিবিআই তদন্ত কেন চাইছে রেল?  

 ওড়িশার বালেশ্বরে একসঙ্গে তিনটি ট্রেনের সংঘর্ষের ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে রেল। হঠাৎ করে কেন সিবিআই তদন্তে প্রস্তাব দিল রেল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি অন্য কোনও কারণ রয়েছে এই দুর্ঘটনার নেপথ্যে।

 নাকি ২০২৪-র লোকসভা ভোটের আগে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে মোদী সরকারের এই কৌশল? সাম্প্রতিক কালের ট্রেন বিপর্যয়ের মধ্যে বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা সবচেয়ে ভয়াবহ। শুক্রবার রাতে বালেশ্বরের কাছে একি ট্র্যাকে চলে এসেছিল করমণ্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। করমণ্ডল এক্সপ্রেস দ্রুত গতিতে ধাক্কা মারে মালগাড়ির পিছনে। মালগাড়ির বগি ছিকটে গিয়ে পড়ে পাশের লাইনে। আবার পাশের লাইন দিয়ে সেসময় যাচ্ছিল যশোবন্তপুর এক্সপ্রেস। মালগাড়ির বগি ছিটকে পড়ায় যশোবন্তপুর এক্সপ্রেসের কয়েকটি বগি আবার ছিটকে পড়ে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news