শাসক পক্ষ সাম্প্রদায়িক শক্তিকে উৎসাহ দিচ্ছে! মহারাষ্ট্রের বিজেপি-সেনা জোটকে নিশানা শারদ পাওয়ারের

 শাসক পক্ষ সাম্প্রদায়িক হিংসাকে  উৎসাহিত করছে। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক হিংসার প্রেক্ষিতে বিজেপি- শিবসেনা সরকারকে এই ভাষাতেই নিশানা করলেন এনসিপি প্রধান শারদ পাওয়ার

 তিনি বলেন, শাসকের উচিত শান্তি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করা। সম্ভাজিনগরে এক সাংবাদিক সম্মেলনে পাওয়ার বলেন, মোবাইলে যাওয়া কিছু বার্তার ওপরে ভিত্তি করে আহমেদনগর এবং কোলাপুরে সাম্প্রদায়িক সংঘর্ষেরঘটনা ঘটেছে। এই ধরনের বার্তা ছড়িয়ে পড়ার পিছনে ক্ষমতাসীন জোটের হাত থাকার ব্যাপারেও ইঙ্গিত করেন তিনি। পাওয়ার বলেন, ক্ষমতাসীন জোট এই ধরনের কাজে উৎসাহ দিচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


 এনবিএস/ওডে/সি

 

news