ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, বিদেশে আয় হলেও ভারতেই ব্যয় করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৫০% শুল্ক আরোপের পর মোদী সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের স্বনির্ভরতা বাড়াতে “মেড ইন ইন্ডিয়া” প্রচারণা শুরু করেছেন।

স্বাধীনতা দিবসে লাল কেল্লার মঞ্চ থেকে মোদী বলেন, “আমাদের গর্ব ও আত্মনির্ভরশীল হওয়া উচিত। বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, আমাদের পিছিয়ে থাকা চলবে না।”

মোদী এই সপ্তাহে কমপক্ষে দুই জনসভায় একই বার্তা পুনরাবৃত্তি করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে কর সংস্কার এবং জিএসটি হ্রাস ভারতের ভোগব্যয় ও অর্থনীতিকে শক্তিশালী করবে।

এই বছরের শুরুতে বাজেটে ১২ বিলিয়ন ডলারের আয়কর ছাড় ঘোষণা করা হয়েছে। এবার জিএসটি হ্রাস ও সরলীকরণেও সরকার কাজ করছে। ভারতের ভোগব্যয় মোট জিডিপির প্রায় ৬০% অবদান রাখে, তাই এটি দেশের অর্থনীতির বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোদীর কর প্রণোদনা বিশেষ করে ভোক্তা-মুখী খাত যেমন স্কুটার, ছোট গাড়ি, পোশাক ও নির্মাণ সামগ্রীতে চাহিদা বাড়াতে সাহায্য করবে। কেন্দ্রীয় ব্যাংকের সুদের হ্রাস, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও কর ছাড় মিলিয়ে ভারতের অর্থনীতি প্রবৃদ্ধির পথে ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ভারতের উপর ৫০% শুল্ক আরোপ একটি বড় চ্যালেঞ্জ হলেও মোদীর উদ্যোগ দেশীয় উৎপাদন ও ভোগকে উৎসাহিত করবে, এবং বিদেশী বিনিয়োগ ও বাজারকে স্থিতিশীল রাখবে।

 

news