ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ আরো ২ মাস বাড়ল: এরদোগান

চুক্তিটির মেয়াদ আবারো বাড়াতে সম্মত হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান রাশিয়া ও ইউক্রেন প্রেসিডেন্ট এবং  জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়া চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হওয়ায় ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে তার খাদ্যশস্য রপ্তানি করতে পারবে, এতে বৈশ্বিক খাদ্যসংকট হ্রাসে সহায়ক হবে। এক বছরের বেশি আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে এ সংকটের সৃষ্টি হয়।

গত বুধবার তুর্কী প্রেসিডেন্ট বলেন- আমাদের দেশের প্রচেষ্টা, আমাদের রুশ বন্ধুদের সহায়তা এবং আমাদের ইউক্রেনীয় বন্ধুদের অবদানের ফলে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তির মেয়াদ আরো বাড়ানো সম্ভব হয়েছে।

চুক্তির মেয়াদ ১৮ মে পার হওয়ার একদিন আগে নিজ দল জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির (একে) প্রাদেশিক নেতা, ডেপুটি ও মেয়রদের এক ভিডিও কনফারেন্সে তিনি একথা ঘোষণা করেন।

এসময় এরদোগান বলেন, আমরা আশা করছি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ স্থায়ীভাবে বন্ন্ধধের পাশাপাশি শান্তি ফিরে আসবে।

এনবিএস/ওডে/সি

news