একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ আচার্যের! মানবেন না, সংঘাত বাড়িয়ে বললেন শিক্ষামন্ত্রী

 রাজ্যের সঙ্গে নজিরবিহীন সংঘাত রাজ্যপালের! কার্যত নিয়ম ভেঙে একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আচার্য হিসাবেই এই নিয়োগ করলেন তিনি। আর এরপরেই পাল্টা বার্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রাজ্যপাল যে নিয়োগ করেছেন তা যাতে প্রত্যাখ্যান করা হয় সেই বার্তাও দিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য অবস্থায় রয়েছে। এই অবস্থায় বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি বৈঠক করেন। সমস্ত বিশ্ববিদ্যালয়ের তরফেই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে রাজভবনে হওয়া এই বৈঠকে শিক্ষা দফতরের কোনও বৈঠক ছিল না। তাদের এড়িয়েই এই বৈঠক হয়। আর এই বৈঠকের ২৪ ঘন্টার মধ্যেই কল্যাণী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ একাধগিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করে দিলেন আচার্য সিভি আনন্দ বোস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news