৪৫ হাজার কোটি টাকার সামরিক হার্ডওয়্যার সংগ্রহের অনুমোদন দিল ভারত
৪৫ হাজার কোটি টাকা ব্যয়ে স্বল্প পরিসরের এয়ার-টু-সার্ফেস মিসাইল এবং ১২ টি এস-৩০ এমকেআই ফাইটার জেট সহ বিভিন্ন সমরাষ্ট্র ব্যবস্থা ক্রয়ে মোট ৯টি অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে এসব সমরাস্ত্র ভারতীয় বিক্রেতাদের কাছ থেকে (ইন্ডিয়ান-ইন্ডিজেনাসলি ডিজাইনড ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচারড) করা হবে যা ‘আত্মনির্ভর ভারত’-এর লক্ষ্য অর্জনের সহায়ক হবে।
এদিকে চীন তার নতুন বিমানবাহিনী রণতরী নির্মাণ সম্পন্ন করেছে। রণতরীটির নাম দেওয়া হয়েছে ফুজিয়ান। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


