মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন রিপাবলিকান মাইক জনসন
প্রতিনিধি পরিষদে বুধবারের ভোটাভুটিতে ২২০-২০৯ ভোটে তিনি নির্বাচিত হন। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের স্পিকার পদে কংগ্রেসম্যান মাইক জনসনকে তাদের সর্বশেষ মনোনিত প্রার্থী হিসেবে বেছে নেয়। এর আগে এ দলের তিনজন মনোনিত প্রার্থী প্রতিনিধি পরিষদের কাছ থেকে যথেষ্ট সমর্থন পেতে ব্যর্থ হওয়ার এবার চতুর্থ প্রার্থী হিসিবে তাকে মনোনীত করা হয়।
মঙ্গলবার দলের তিন দফা ভোটাভুটির পর মাইক জনসনকে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। রিপাবলিকান কনফারেন্সের চেয়ারম্যান এলিস স্টেফানিক স্পিকার নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মাইক জনসন এর নাম ঘোষণা করেন।
গত ৩ অক্টোবর কেভিন ম্যাককার্থি ক্ষমতাচ্যূত হওয়ার পর থেকে হাউসটি স্পিকার ছাড়াই ছিল এবং প্রতিনিধি পরিষদ স্পিকার ছাড়া পরিচালিত হওয়ায় কোন বিল পাস করতে পারেনি সদস্যরা।
ডেমোক্রেটদের তুলনায় রিপাবলিকানরা শুধুমাত্র কংগ্রেসের নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠ। নির্বাচনে মাইক জনসন পূর্ণ ভোট পেয়ে নির্বাচিত হবে বলে আশা করা হচ্ছে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থেকে কেভিন ম্যাকার্থিকে অপসারণের তিন সপ্তাহ পরেও নতুন স্পিকার নির্বাচিত করতে পারেনি সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পার্টি। ফলে হাউসে সৃষ্টি হয় অচলাবস্থা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি