ইমরান খানের জামিন চেয়ে এফআইআর বাতিলের আবেদন খারিজ ইসলামাবাদ হাইকোর্টে
রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস মামলায় জামিন চেয়ে এফআইআর বাতিলের আবেদনটি বিচারপতি আমীর ফারুক দুই পক্ষের যুক্তিতর্ক শুনানির পর শুক্রবার খারিজের এই আদেশ দেন।
গত ১৬ অক্টোবরের শুনানিতে ইমরান খানের আইনজীবী সর্দার লতিফ খোসা যুক্তি দিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর ফেডারেল মন্ত্রিসভায় সাইফারটি ডিক্লাসিফাইড করার কারণে তার মক্কেলের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা যাবে না।
তিনি আরো বলেন, সংবিধানের ২৪৮ অনুচ্ছেদে রাষ্ট্রপতি, গভর্নর, প্রধানমন্ত্রী, ফেডারেল মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং প্রাদেশিক মন্ত্রীকে ‘কাজ করা বা করার জন্য’ যে ক্ষমতা দেওয়া হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীও সেই সুবিধা পাবেন।
শুনানিতে আরেক আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার যুক্তিতর্কে বলেন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের পাঁচ নাম্বার ধারা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের এই মামলায় ব্যবহার করা যাবে না।
ইমরান খানের বিরুদ্ধে করা এফআইআরকে চ্যালেঞ্জ করে পিটিআই বলেছে, রাজনৈতিক ফায়দা পাওয়ার জন্য দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি ও তার বিরুদ্ধে করা এই মামলায় জামিন চাওয়া হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি