ইরান দাবি করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য হামলার আগেই তারা তাদের সমস্ত পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ইরানি কমান্ডার মোহসেন রেজাই বৃহস্পতিবার বলেন, "ইসরায়েল নাতানজ, ইসফাহান, খান্দাব ও আরাকে আক্রমণ করেছে, কিন্তু সেসব স্থানের পারমাণবিক উপকরণ আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।"

গত কয়েকদিন ধরে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেও তা সম্পূর্ণ সফল হয়নি বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রথমে হামলার হুমকি দিলেও পরে পিছিয়ে আসেন। তিনি ইরানকে দুই সপ্তাহের সময় দিয়েছেন আলোচনার টেবিলে ফিরে আসার জন্য।

এদিকে, জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বৈঠক শুরু হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলেন, "ইরানের সঙ্গে আলোচনা হতে পারে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দুই সপ্তাহে।"

এই উত্তেজনার মধ্যেই ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বীরশেবা শহরের সোরোকা হাসপাতালে আঘাত হানে। এতে ৭১ জন আহত হন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলার নিন্দা করে বলেন, "ইরানের এই সন্ত্রাসী হামলার পুরোপুরি জবাব দেওয়া হবে।"

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে "আধুনিক হিটলার" আখ্যা দিয়ে বলেন, "তাকে আর থাকতে দেওয়া হবে না।" বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তপ্ত পরিস্থিতিতে যেকোনো সময় পুরো অঞ্চল ব্যাপক সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

news