ইউক্রেন যুদ্ধকে ঘিরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিয়েভের সঙ্গে সংঘাতে মস্কোর পরবর্তী পদক্ষেপে ‘অসন্তুষ্ট’ হলে ‘অনির্দিষ্ট পরিণতি’ ঘটতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

স্থানীয় সময় বুধবার, ৩ সেপ্টেম্বর, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি ভবিষ্যতে পুতিনের সঙ্গে আবারও কথা বলার পরিকল্পনা করছেন। একই সঙ্গে রুশ নেতা যুদ্ধের বিষয়ে তার প্রশাসনের অবস্থান সম্পর্কেও অবগত।

ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট পুতিনের জন্য আমার কোনো বার্তা নেই। তিনি জানেন আমি কোথায় আছি এবং যেকোনো পন্থায় তিনি একটি সিদ্ধান্ত নেবেন। পুতিন যেভাবে সিদ্ধান্ত নবেন, আমরা হয় খুশি হব, নয়তো অসন্তুষ্ট। আর যদি অসন্তুষ্ট হই, তাহলে যা ঘটবে, সবাই তা দেখবেন।”

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের অবসানের জন্য ট্রাম্পের ‘চাপের মধ্যে’ পুতিন আগে জানিয়েছিলেন যে তিনি মস্কোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইচ্ছুক।

পুতিন তার সাম্প্রতিক চীন সফরের শেষে বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প আমাকে বৈঠকের জন্য বলেছিলেন। আমি বলেছিলাম, হ্যাঁ, এটা সম্ভব। জেলেনস্কি মস্কোতে আসতে পারেন। আমি কখনও বৈঠকের সম্ভাবনা নাকচ করিনি, কিন্তু দেখা যাক, এমন পরিস্থিতি তৈরি হয়েছে কি না।
তবে, পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইউক্রেন কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, মস্কো সামরিকভাবে তার লক্ষ্য অর্জন করবে।
 

news