মিশরে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভারত ও পাকিস্তান এখন থেকে “খুব সুন্দরভাবে একসঙ্গে চলবে।” তার ভাষায়, দুই দেশের সম্পর্কের নতুন যুগ শুরু হতে যাচ্ছে।
“ভারত মহান দেশ, আমার বন্ধু তার শীর্ষে”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সরাসরি না নিলেও ট্রাম্প বলেন,
“ভারত এক মহান দেশ। আর আমার এক বন্ধু তার নেতৃত্বে আছেন, যিনি অসাধারণ কাজ করছেন।”
এই মন্তব্যের সময় ট্রাম্পের ঠিক পিছনেই দাঁড়িয়ে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি হাসিমুখে মাথা নেড়ে ট্রাম্পের বক্তব্যে সমর্থন জানান, যা কূটনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
শাহবাজ ও আসিম মুনিরের প্রশংসা
ট্রাম্প শুধু মোদী নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনির–এরও প্রশংসা করেন। তিনি শরীফকে বিশেষভাবে মঞ্চে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য।
মঞ্চে উঠে শাহবাজ শরীফ বলেন,
“ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধ করতে এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিমের অবদান অসাধারণ। তারা দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছেন।”
“ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত”
শাহবাজ আরও বলেন, পাকিস্তান আবারও ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করবে, কারণ তার মধ্যস্থতায় বহু জীবন রক্ষা পেয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— ট্রাম্পের এই উষ্ণ বার্তা আসন্ন মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক কৌশল কি না।
