সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি কারাগারে সাজাভোগ শুরু করেছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কারাদণ্ড পেয়েছেন।

মঙ্গলবার প্যারিসের কারাগারে প্রবেশের সময় সারকোজি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের ডানপন্থী নেতা হিসেবে দায়িত্ব পালনকারী সারকোজির বিরুদ্ধে গত মাসে অভিযোগ ওঠে, তিনি লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নির্বাচনী প্রচারণার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করেছিলেন। সেপ্টেম্বরে এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হন।

মঙ্গলবার সাংবাদিকরা সারকোজিকে তার বাড়ি থেকে বের হতে দেখেন। পুলিশের সঙ্গে গাড়িতে কিছুক্ষণ যাওয়ার পর তাকে প্যারিসের লা সান্তে কারাগারে প্রবেশ করতে দেখা যায়।

কারাগারে যাওয়ার আগে সারকোজির বার্তা

কারাগারে প্রবেশের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সারকোজি লিখেছেন, “আজ সকালে প্রজাতন্ত্রের কোনো সাবেক প্রেসিডেন্টকে জেলে পাঠানো হচ্ছে না, বরং একজন নির্দোষ ব্যক্তিকে পাঠানো হচ্ছে। আমার কোনো সন্দেহ নেই। সত্যের জয় হবে।”

এর আগে স্থানীয় সংবাদমাধ্যম লা ফিগারোকে তিনি জানান, তিনি কারাগারে যীশুর জীবনী এবং ‘দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো’ বইয়ের একটি কপি নিয়ে যাবেন।

কারাগারে সারকোজির থাকার ব্যবস্থা

কারা কর্মীরা এএফপিকে জানান, সারকোজিকে সম্ভবত কারাগারের নির্জন কারাবাস শাখার ৯ বর্গমিটারের একটি কক্ষে রাখা হবে।সারকোজির কারাদণ্ড

 

news