যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও গাজায় থামেনি ইসরায়েলের আগ্রাসন! ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মৃতদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। মানব ইতিহাসে এই সংখ্যা উদ্বেগজনক।
৬৯,০০০ ছাড়ালো মৃত্যু: পশ্চিম তীরেও বাড়ছে হামলা!
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা এখন ৬৯ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাও আরও তীব্র আকার নিয়েছে। রবিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
৭ অক্টোবর থেকে শুরু, যুদ্ধবিরতির পরেও ২৪০ ফিলিস্তিনি নিহত
শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে। নতুনভাবে উদ্ধার ও শনাক্ত হওয়া লাশের কারণে এই সংখ্যা এত বেড়েছে।
মন্ত্রণালয় আরও উদ্বেগ প্রকাশ করে বলেছে, গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অর্থাৎ, যুদ্ধবিরতির পরেও রক্তক্ষয় বন্ধ হয়নি।
