আফগানিস্তানের তালেবান সরকার একটি বড় ঘোষণা দিয়েছে। পাকিস্তানের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়া সত্ত্বেও বর্তমান যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে। শনিবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই সিদ্ধান্তের কথা জানান।
মুজাহিদ সাংবাদিকদের বলেন, 'পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। এটি আমরা বহাল রাখব।'
তিনি আলোচনায় মধ্যস্থতা করার জন্য কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।'
এএফপির পাঠানো এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে। যদিও দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগোয়নি, তবে বর্তমান যুদ্ধবিরতি বজায় থাকায় সীমান্ত এলাকার উত্তেজনা কিছুটা কমতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।
