রাশিয়ার হৃদয়স্থলে ইউক্রেনের ড্রোন হামলা – এটা শুনলে সবাই চমকে উঠবে! রবিবার ভোরে মস্কো অঞ্চলের শাতুরা তাপ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের সেনারা ড্রোন ছুঁড়ে মেরেছে, ফলে সেখানে ভয়াবহ আগুন লেগেছে। শীতের ফুসফুসে এই হামলা স্থানীয়দের জন্য নতুন বিপদ ডেকে এনেছে। মস্কোর গভর্নর আন্দ্রেই ভোরোবিভ টেলিগ্রামে খবরটা ছড়িয়ে দিয়েছেন। রয়টার্স এই ঘটনার খবর দিয়েছে।

শাতুরা তাপবিদ্যুৎকেন্দ্রটা রাজধানী মস্কো থেকে মাত্র ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরে, মস্কো ওব্লাস্টের উপকণ্ঠে। এটা রাশিয়ার অন্যতম পুরনো কেন্দ্র, যা লেনিনের আমলে শুরু হয়েছে।
ভোরোবিভ বলেছেন, “কয়েকটা ড্রোন বিমান প্রতিরক্ষা বাহিনী ধরাশায়ী করেছে। বাকিগুলো স্টেশনের এলাকায় পড়ে গেছে। এর ফলে আগুন লেগেছে।” জরুরি মন্ত্রণালয়ের তথ্যমতে, রুশ সংবাদপত্র কমার্স্যান্ট জানিয়েছে যে, কেন্দ্রের তিনটা ট্রান্সফরমারে আগুন – প্রত্যেকটা প্রায় ৬৫ বর্গমিটার (৬৭০ বর্গফুট) জুড়ে।

ভোরোবিভ আরও জানিয়েছেন, ব্যাকআপ পাওয়ার চালু হয়েছে। যেসব জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের কাছে, সেখানে মোবাইল হিটিং সিস্টেম বসানো হচ্ছে। শাতুরা শহরে প্রায় ৩৩ হাজার মানুষ থাকে, তাদের জন্য এখন সবাই চিন্তিত।
ইউক্রেনের সামরিক বাহিনী এখনও এই হামলা নিয়ে কোনো কথা বলেনি। ক্ষতির পরিমাণ বা কারও মৃত্যু-আহতের খবর এখনও পাওয়া যায়নি।
শীতকাল এসে ঘাড়ে পড়ছে, তাই রাশিয়া আর ইউক্রেন দুই পক্ষই একে অপরের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ-জ্বালানি সুবিধা ধ্বংস করার চেষ্টায় ব্যাপক অভিযান চালাচ্ছে। ফলে সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেনের অনেক এলাকায় বিদ্যুৎ আর পানি বিচ্ছিন্ন হয়ে গেছে – লোকজনের দুর্ভোগ বেড়েছে।

news