ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যে শান্তি–পরিকল্পনা দিয়েছে, সেটি আলোচনার ভিত্তি হতে পারে—তবে এতে আরও সংশোধন দরকার বলে জানাচ্ছেন ইউরোপীয় ও অন্যান্য পশ্চিমা নেতা। আজ রোববার তারা স্পষ্ট করে বলেন, বৃহস্পতিবারের চূড়ান্ত ডেডলাইনের আগেই তারা ইউক্রেনের পক্ষে আরও ভালো শর্ত আদায় করতে চান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাঁর প্রস্তাব “চূড়ান্ত নয়”—আলোচনার জন্য দরজা খোলা।

দক্ষিণ আফ্রিকায় জি–২০ সম্মেলনের ফাঁকে ইউরোপীয় ও পশ্চিমা নেতারা বৈঠক করেন। ট্রাম্পের নির্দেশে ইউক্রেনকে ২৮ দফা শান্তি–পরিকল্পনা দ্রুত গ্রহণ করতে হবে—এমন চাপের মধ্যেই তারা নিজেদের সাড়া নির্ধারণ করেন।
শনিবার সংক্ষিপ্ত বক্তব্যে ট্রাম্প বলেন, তাঁর প্রস্তাব শেষ কথা নয়। অর্থাৎ, সংশোধন ও আলোচনা সম্ভব। ইউরোপীয় দেশগুলো এবং ইউক্রেনও বলছে, পরিকল্পনাটি আলোচনার ভিত্তি ঠিকই হতে পারে, কিন্তু এতে বেশ কিছু বদল প্রয়োজন।

ইউরোপীয় ও পশ্চিমা নেতারা একমত হয়েছেন—ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা আজ রোববার জেনেভায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও শনিবার রাতে জেনেভার উদ্দেশে রওনা দিয়েছেন। কূটনৈতিক সূত্র বলছে—ইতালিও নিজের প্রতিনিধি পাঠাচ্ছে।

ওয়াশিংটনের প্রস্তাব রাশিয়ার কয়েকটি মূল দাবিকে সমর্থন করেছে, যা যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছ থেকে সতর্ক প্রতিক্রিয়া কুড়িয়েছে। ট্রাম্পের যুদ্ধ থামানোর উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে, তবে স্বীকার করেছে—পরিকল্পনার কিছু ধারা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়।
ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, ফিনল্যান্ড, ইতালি, জাপান ও নরওয়ে—সবাই এ বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।
 

news