ডোনাল্ড ট্রাম্পের নীতির প্রকাশ্য বিরোধী হিসেবে পরিচিত নিউইয়র্ক সিটির নির্বাচিত মেয়র জোহরান মামদানিকে সম্ভবত সবচেয়ে উষ্ণ স্বাগতই জানানো হলো হোয়াইট হাউসে। একসময় ট্রাম্প তাঁকে ‘কমিউনিস্ট’, ‘জিহাদি’ ও ‘ইহুদি–বিদ্বেষী’ বলেছিলেন। জবাবে মামদানিও ট্রাম্পকে আখ্যা দিয়েছিলেন ‘স্বৈরাচারী’ ও ‘ফ্যাসিস্ট’ হিসেবে।

কিন্তু গত শুক্রবার হোয়াইট হাউসে তাদের প্রথম আনুষ্ঠানিক ৪০ মিনিটের বৈঠকে পুরো দৃশ্যপট বদলে যায়। আলোচনার পর ট্রাম্প মামদানির অপ্রত্যাশিত প্রশংসা করেন এবং পরে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন থেকে তাঁকে রক্ষাও করেন।

মিডল ইস্ট আই–এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ডেস্ক ঘিরে সাংবাদিকরা দাঁড়ানো অবস্থায় ডান পাশে ছিলেন মামদানি। দুজনকেই হাসিখুশি দেখা যায়। ট্রাম্প বলেন, “তাঁর বিজয় আমি উদযাপন করব।”
ট্রাম্প আরও জানান, “আমার কিছু দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে এবং আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি—যদিও এখনই সেগুলো বলতে চাই না। তবে আমি খুব আত্মবিশ্বাসী, তিনি দারুণ কাজ করবেন। কিছু রক্ষণশীল মানুষকে তিনি অবাকও করে দেবেন।”

মামদানিকে এখনও ‘কমিউনিস্ট’ মনে করেন কি না জানতে চাইলে ট্রাম্প হেসে বলেন, “আমরা সবাই বদলে যাই।” প্রেসিডেন্ট আরও জানান, তিনি আর মামদানিকে ‘জিহাদি’ বলেও ভাবেন না।
এরপর প্রশ্ন আসে মামদানির কাছে। সাংবাদিকরা জানতে চান, তিনি কি এখনও ট্রাম্পকে ‘স্বৈরাচারী’ মনে করেন? জবাব দিতে গেলে ট্রাম্প নিজেই হাসিমুখে বাধা দিয়ে বলেন, “আমাকে স্বৈরাচারীর থেকেও অনেক খারাপ বলা হয়েছে!”
এর পরের প্রশ্ন—ট্রাম্প কি ‘ফ্যাসিস্ট’? মামদানি উত্তর দেওয়ার আগেই ট্রাম্প আবারও হেসে বলেন, “ঠিক আছে, এটা তুমি বলতে পারো। ব্যাখ্যা করার চেয়ে বলাটাই সহজ!”
 

news