ভেনেজুয়েলায় শিগগিরই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র—বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন কর্মকর্তা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ বাড়াতেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিতে চাইছে।
রয়টার্স জানায়, এই অভিযানের সময় কিংবা বিস্তৃতি—কোনোটিই নিশ্চিত করা সম্ভব হয়নি। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন কি না, তাও স্পষ্ট নয়। তবে ক্যারিবীয় এলাকায় সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সম্ভাব্য অভিযান নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মাদুরোর বিরুদ্ধে পদক্ষেপের প্রথম ধাপ হতে পারে একটি গোপন অভিযান। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। আর হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে “কোনো কিছুই টেবিলের বাইরে নয়।” তাঁর ভাষায়, “মাদক আমেরিকায় ঢোকা ঠেকাতে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের সব ধরনের শক্তি ব্যবহার করতে প্রস্তুত।”
ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে—মাদুরোর সরকার অবৈধ মাদক যুক্তরাষ্ট্রে পাচারে জড়িত, যা বহু আমেরিকানের প্রাণ কেড়েছে। তবে মাদুরো এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। রয়টার্সের দুই কর্মকর্তার মতে, বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতা থেকে হটানোর পরিকল্পনাও রয়েছে।
২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন—ট্রাম্প তাঁকে উৎখাত করতে চান, কিন্তু ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন প্রচেষ্টা ব্যর্থ করবে। নিজের ৬৩তম জন্মদিনের আগের রাতে তিনি কারাকাসের প্রধান থিয়েটারে তাঁর জীবনভিত্তিক একটি টেলিভিশন সিরিজের প্রিমিয়ারে অংশ নেন।
এদিকে ক্যারিবীয় সাগরে কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি চলমান, এবং ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএর একটি গোপন অভিযানও অনুমোদন করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ ভেনেজুয়েলার আকাশসীমা...।
