লেবাননের গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনপুষ্ট ইসরায়েলি নৃশংসতা এবং চরমপন্থা গোটা অঞ্চলে যেকোনো রাজনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখা এখন আরও জরুরি, এবং এটি কিছু দেশের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
দৈনিক আল-বিনা লিখেছে, সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি থেকে এটা স্পষ্ট যে, ইসরায়েলি বাহিনী ওয়াশিংটনের সমর্থনে লাগামহীন চরমপন্থা ও সহিংসতার মাধ্যমে দীর্ঘস্থায়ী অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
পার্সটুডের বরাত দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন যুদ্ধকে রাজনৈতিক সমাধানের সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইলেও বাস্তবতা হলো, ইসরায়েলে ভেতরে এমন কেউ নেই যে রাজনৈতিক সমাধানের পথে হাঁটছে। তারা উগ্রপন্থার দিকে এগোচ্ছে।
এতে আরও বলা হয়েছে, একদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থার কারণে তারা ইসরায়েলের নৃশংসতা নিয়ন্ত্রণ করতে পারছে না, অন্যদিকে কৌশলগত কারণে ইসরায়েলকে দুর্বল বা সরিয়ে রাখতে চাইছে না।
লেবাননের দৈনিক আল-বিনা উল্লেখ করেছে, আরব ও মুসলিম দেশগুলো এখন জাতীয় নিরাপত্তার ভিত্তিতে স্বাধীন নীতি গঠনের পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে পারেনি। নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবনার ক্ষেত্রে এ বিষয়টি স্পষ্ট।
পত্রিকাটি সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সমাধানের পথ প্রায় বন্ধ। তাই প্রতিরোধ সংগ্রাম ত্যাগ করা গুরুতর ভুল হবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি এখন এক কৌশলগত অপরিহার্যতা।
বিশ্লেষণে আরও বলা হয়েছে, মিশর অন্য আরব দেশগুলোর তুলনায় এগিয়ে আছে; কারণ তারা তাদের পররাষ্ট্রনীতিতে জাতীয় নিরাপত্তার গুরুত্ব বেশি দিয়েছেন।
