গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর মাত্র ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ বার লঙ্ঘন করেছে ইসরায়েল। ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গাজা সরকারি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় প্রায় ৩৪২ জন বেসামরিক নিহত হয়েছেন। এদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধরাই প্রধান।
শনিবার এক বিবৃতিতে গাজা সরকারি দপ্তর জানিয়েছে, “ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত গুরুতর এবং পদ্ধতিগতভাবে লঙ্ঘন করছে। এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির সঙ্গে সংযুক্ত মানবিক প্রোটোকলের স্পষ্ট অবমাননা। আজ, শনিবার, ২৭টি হামলার ঘটনায় ২৪ জন শহীদ এবং ৮৭ জন আহত হয়েছেন।”
দপ্তরটি আরও জানায়, মানবিক ও নিরাপত্তাজনিত প্রতিকূলতার জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ছিটমহলে প্রয়োজনীয় সাহায্য ও চিকিৎসার অবাধ প্রবাহ বাধাগ্রস্ত করছে ইসরায়েল।
শনিবার গাজা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালায়, যার ফলে শিশুসহ কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হন। এটি ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অংশ।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, গাজার ‘হলুদ রেখা’ অঞ্চলে হামাসের একজন যোদ্ধা ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালানোর পর তারা এই হামলা চালিয়েছে। তবে হামাস ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
