ইসরায়েলের কারাগারে বন্দি ইরানি সংবাদ সংস্থা তাসনিমের নারী সাংবাদিক ফারাহ আবু আয়্যাশকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। তাসনিম জানিয়েছে, ১১০ দিন ধরে তিনি ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছেন।

ফারাহ আবু আয়্যাশ তাসনিম নিউজ এজেন্সির ফিলিস্তিনি প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি পশ্চিমতীরের আল-খালিল (হেব্রোন) শহরে অবস্থান করছিলেন। গত ৬ আগস্ট, হেব্রোনের উত্তরে বেইত উম্মার গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে উত্তর কাবুল (মোস্কোভিয়া) ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।

সেখানে ফারাহ অভিযোগ করেছেন, তিনি কারারক্ষীদের হাতে নির্যাতন, হয়রানি ও হামলার শিকার হয়েছেন।
আটক হওয়ার পর থেকে তাসনিম নিউজ এজেন্সি তার মামলা নিয়ে অনুসন্ধান চালিয়েছে। তবে অন্যান্য সাংবাদিক ও তার আইনজীবীর সঙ্গে পরামর্শ এবং ফারাহর ব্যক্তিগত উদ্বেগের কারণে বিষয়টি প্রকাশ্যে আনতে কিছুটা সময় নেয়া হয়।
শেষ পর্যন্ত ফারাহ আবু আয়্যাশের কারাগারের ভয়াবহ অভিজ্ঞতা এবং আইনজীবীর সঙ্গে পুনরায় পরামর্শের পর, তাসনিম আনুষ্ঠানিকভাবে তার মামলা প্রকাশ করেছে।
 

news