ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে ইরাকি জনগণের অভূতপূর্ব উপস্থিতি এবং সচেতন অংশগ্রহণ ইরাকের ইতিহাসে এক নতুন দিক।
শনিবার, ইরানের উপদেষ্টা বেলায়েতির সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রভাবশালী শিয়া আলেম সৈয়দ আম্মার হাকিমের সিনিয়র উপদেষ্টা সাইয়্যেদ মোহসেন হাকিম। বৈঠকে বেলায়েতি বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর, শক্তিশালী এবং অটুট। তিনি আরও বলেন, এই বন্ধন দিন দিন আরও দৃঢ় হচ্ছে এবং এটি পুরো ইসলামী বিশ্বের জন্য আশা জাগানোর কাজ করবে।
মোহসেন হাকিম বৈঠকে সাম্প্রতিক নির্বাচনের পর ইরাকের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও জনগণের ব্যাপক অংশগ্রহণ ইরাকের জন্য এক মহান অর্জন।
একই সময়ে চীন একটি নিরাপত্তা বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে সতর্ক করে জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নৌ চলাচল ও আকাশসীমার স্বাধীনতার অজুহাতে কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। চীন জানায়, এটি তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য অপরিহার্য।
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ম্যাগাজিনকে বলেছেন, ইরানের পারমাণবিক ইস্যুতে আনীত প্রস্তাব ধ্বংসাত্মক এবং মূল্যহীন। তিনি বলেন, তেহরান সবসময় কূটনীতির পথে বিশ্বাস রাখে এবং বিষয়টি এখনও কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা করছে।
লেবাননের সংবাদপত্র আল-বিনা লিখেছে, ইহুদিবাদী শাসনের সহিংসতা তীব্র আকার ধারণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই কাজকে পূর্ণ সমর্থন দিচ্ছে। এতে এই অঞ্চলে রাজনৈতিক সমাধানকে বাধাগ্রস্ত করা হচ্ছে। তাই প্রতিরোধ বজায় রাখা এখন একটি অপরিহার্য কৌশলগত বিষয়।
অন্যদিকে, ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে, ইইউর সমতা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাজ্জা লাহাবিব সতর্ক করে বলেন, গাজায় দেওয়া সাহায্য রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং সামরিক হাতিয়ার হিসেবেও রূপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, দখলদাররা গাজার অসহায় মানুষদের জন্য খুব কম সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে।
