ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এটি অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীর দিনে অনুষ্ঠিত হবে।

এই ঘোষণার পর রাজ্য রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, হুমায়ুন কবির ভোটের স্বার্থে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছেন। বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি বলেন, “তৃণমূল নেতারা, বিশেষ করে হুমায়ুন কবির, ঘৃণার রাজনীতির জন্য পরিচিত। তারা ভোটব্যাংক বাঁচাতে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।”

দ্বিতীয় দিক থেকে কংগ্রেসের নেতারা পাল্টা মন্তব্য করেছেন। কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেন, “কেউ যদি মসজিদ বানাতে চায়, এতে সমস্যা কী? বাবরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।” সংসদ সদস্য সুরেন্দ্র রাজপুতও মন্তব্য করেন, “যে কেউ উপাসনালয় নির্মাণ করতে পারে—মসজিদ, মন্দির, গুরুদ্বার বা চার্চ—এতে বিতর্ক করার কোনো কারণ নেই।”

ধর্মীয় মহল থেকেও প্রতিক্রিয়া এসেছে। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, “যেখানে একবার মসজিদ তৈরি হয়, সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কমবে না।”

হুমায়ুন কবির জানিয়েছেন, মসজিদ নির্মাণে আনুমানিক তিন বছর সময় লাগবে এবং বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে অংশ নেবেন। তবে এই ঘোষণার ফলে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক শুরু হয়ে গেছে।
 

news