রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র যে ২৮ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন—এটাই শেষ কথা নয়, তবে কিয়েভকে দ্রুত সিদ্ধান্ত জানাতে হবে।
আর প্রস্তাব না মানলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি “তার মতো করেই” যুদ্ধ চালিয়ে যেতে পারেন বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। রবিবার ২৩ নভেম্বর আনাদোলু এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “আমরা শান্তি চাই। এটা অনেক আগেই হয়ে যেত যদি সব পক্ষ চাইত। ইউক্রেন-রাশিয়ার এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমরা যেভাবেই হোক যুদ্ধ থামানোর চেষ্টা করছি। এটা শেষ করতেই হবে।”
ট্রাম্প আরও বলেন, জেলেনস্কি যদি এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন, তাহলে চাইলে তিনি “নিজের মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারেন।”
মার্কিন খসড়া পরিকল্পনায় ধারণা করা হচ্ছে—ইউক্রেনকে কিছু অঞ্চল রাশিয়ার হাতে ছাড়তে হতে পারে, সেনাবাহিনীর আকার ছোট করতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার চেষ্টা আনুষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর সময়সীমা হিসেবে জেলেনস্কিকে বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছেন ট্রাম্প।
জেলেনস্কি বলেছেন, একদিকে “জাতীয় মর্যাদা হারানোর ঝুঁকি” আর অন্যদিকে “সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হারানোর ভয়”—এই দুই কঠিন বাস্তবতার মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে তাদের কথিত “বিশেষ সামরিক অভিযান” শুরু করে। তাদের দাবি—ইউক্রেন থেকে “নব্য-নাৎসিবাদ দূর করা” এবং দেশটির সামরিকীকরণ বন্ধ করাই এ অভিযানের উদ্দেশ্য।
ইউক্রেনের সামরিক ক্ষমতা সীমিত করা ও ন্যাটো সদস্যপদ নিষিদ্ধ করার পাশাপাশি মস্কোর আরও দাবি—ইউক্রেনে রুশ ভাষাকে সরকারি মর্যাদা দিতে হবে।
