সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হঠাৎই যেন মাটি কেঁপে উঠল! শনিবার হরাত আল-শাকা এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে এসজিএস জানিয়েছে, তাদের জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটা ধরা পড়েছে।
ভূমিকম্পের কেন্দ্র ছিল মদিনা অঞ্চলের আল-আইস আর তাবুকের উমলুজ গভর্নরেটের মাঝামাঝি – হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.৪। জায়গাটা সৌদি আরবের সবচেয়ে বড় আগ্নেয়গিরির লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত – তাই এমন কম্পন দেখে অনেকেই একটু বেশি চিন্তায় পড়ে গেছেন।
একই সময়ে ইরাকেও জোরালো ঝাঁকুনি অনুভূত হয়েছে। এসজিএস সেটাও রেকর্ড করেছে – মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.০৯! তবে সৌদি আর ইরাক – দুই দেশ থেকেই এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সবাই যেন নিশ্বাস ফেলে স্বস্তি পেয়েছে!
