ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের একটি মন্তব্যে এখন তোলপাড় চলছে পাকিস্তানে। তিনি বলেছেন, সিন্ধু প্রদেশ একদিন আবার ভারতে ফিরে আসতে পারে! এই কথা শুনে পাকিস্তান সরাসরি লাল চোখ দেখিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রাজনাথ সিংয়ের এই বক্তব্যকে “উস্কানিমূলক, বিভ্রান্তিকর এবং ইতিহাস বিকৃত করার চেষ্টা” বলে আখ্যা দিয়েছে। তারা বলছে, এটা আঞ্চলিক শান্তি-স্থিতির জন্য বড় হুমকি।
তিনি বলেছেন, “আজ সিন্ধু ভারতের মানচিত্রে নেই ঠিকই, কিন্তু সভ্যতা আর সংস্কৃতির দিক থেকে সিন্ধু সবসময় ভারতেরই অংশ। আর ভূমির ব্যাপারে তো সীমান্ত বদলাতে পারে। কে বলতে পারে, কালই সিন্ধু আবার ভারতে ফিরে আসবে না!”
ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী, তিনি আরও বলেছেন—তার প্রজন্মের সিন্ধুর হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনোই পুরো মনে প্রাণে মেনে নেননি যে সিন্ধু পাকিস্তানের অংশ হয়ে গেছে।
এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা আক্রমণ করে বলেছে, রাজনাথের এই কথায় “সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী মানসিকতা” স্পষ্ট ফুটে উঠেছে। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, স্বীকৃত সীমানার প্রতি চ্যালেঞ্জ এবং অন্য দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত।
পাকিস্তান ভারতের নেতাদের পরামর্শ দিয়েছে—এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বন্ধ করুন। বরং নিজের দেশের নাগরিকদের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা দেওয়ার দিকে নজর দিন। ধর্মীয় হিংসায় যারা জড়িত তাদের শাস্তি দিন এবং ইতিহাস বিকৃত করে যে বৈষম্য তৈরি হচ্ছে, সেটা বন্ধ করুন।
