টানা ভারী বর্ষণে মালয়েশিয়ার সেলঙ্গর রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবে পরিচিত শাহ আলমে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। শাহ আলম সিটি কাউন্সিল  জানিয়েছে, জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় শহরের আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের সতর্কবার্তা—এগুলো দিয়ে ভ্রমণ এখন একদমই অনিরাপদ।

ভারী বৃষ্টির পর পানি বাড়তে থাকায় রয়্যাল মালয়েশিয়ান পুলিশ একাধিক সড়ক বন্ধ ঘোষণা করেছে। প্লাবিত সড়কগুলোর মধ্যে রয়েছে জালান সেকশন ১৯, সেকশন ২৪, সেকশন ২৩, পারস্যারান জুবলি পেরাক এবং পারস্যারান পেরুসাহান।

এমবিএসএ ইনস্টাগ্রামে এক পোস্টে জনসাধারণকে সতর্ক থাকতে এবং নিরাপত্তার স্বার্থে বিকল্প রুট ব্যবহার করতে অনুরোধ জানিয়েছে।

এর আগে এমবিএসএ আরও জানায়, তামান দেসা কেমুনিং সেকশন ৩৫, কাম্পুং বুদিমান সেকশন ইউ১৪, কাম্পুং কুবু গাজা সেকশন ইউ১৭, জায়ান্ট সেকশন ১৩, তামান শ্রী লেম্বায়ুং সেকশন ২৫, জালান অপেরা সেকশন ইউ২, পারস্যারান জাবলি এবং পারস্যারান জাবলি সেকশন ইউ১৭ সহ আরও অনেক এলাকা প্লাবিত হয়েছে।

পানি জমে গেছে জালান মন্টাপ ২৫/১২৬, জালান সেন্টোসা ২৫/১২৯, পাশাপাশি সেকশন ২৫-এর পারস্যারান বুদিমান এবং সেকশন ২৩-এর পারস্যারান পেরুসাহান এলাকাতেও।

শুধু শাহ আলম নয়—ক্লাঙের কাম্পুং ডেলেক, কাপার ও মেরুতেও পানি ঢুকে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

এদিকে চারটি জেলায় খোলা হয়েছে পাঁচটি অস্থায়ী উচ্ছেদ কেন্দ্র । এখানে আশ্রয় দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মোট ১১০ জনকে।

news