ইউরোপজুড়ে নতুন করে পারমাণবিক উদ্বেগ তৈরি হয়েছে। রাশিয়া তাদের সদ্য উন্নত হাইপারসনিক ও পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন করেছে। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো নিজেই এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ক্ষেপণাস্ত্রটি এখন পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

লুকাশেঙ্কোর ভাষ্য অনুযায়ী, রাশিয়ার তৈরি এই অত্যাধুনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের মোতায়েন প্রক্রিয়া ইতোমধ্যেই বেলারুশে সম্পন্ন হয়েছে। গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে এই অস্ত্র ব্যবহার করার পরই রাশিয়া প্রথমবারের মতো প্রকাশ্যে এর অস্তিত্ব জানায়। সে সময় চলমান সংঘাতের মধ্যে এই হামলাকে বড় ধরনের উত্তেজনা সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে দেখা হয়েছিল।

বর্তমানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশের দ্বারপ্রান্তে। এর মধ্যেই বেলারুশে এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বেলারুশ দীর্ঘদিন ধরেই রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর সময় রাশিয়া বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল। সেই সময় থেকেই এই অঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতি যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চাপ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এই নতুন মোতায়েনের ফলে ইউরোপে আবারও পারমাণবিক উত্তেজনা বাড়বে কি না—তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

 

news