ইরানে বর্তমান সরকারের পতন অনিবার্য বলে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহের ছেলে ও নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। সরকার পতনে বিশ্ববাসীর সরাসরি সহায়তা চান তিনি। সেই সঙ্গে ইরানের বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বানও জানিয়েছেন পাহলভি।

শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা পাহলভি বলেন, “ইসলামি প্রজাতন্ত্রের পতন হবেই। প্রশ্ন এটা নয় যে হবে কি না—প্রশ্ন হলো, কবে হবে।”

তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালানো হলে পরিস্থিতি দ্রুত বদলাবে। তার ভাষায়, “বিপ্লবী গার্ডে হামলা হলে আমাদের পথ সহজ হবে এবং এতে আরও বহু প্রাণহানি ঠেকানো সম্ভব হবে।”

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এক সপ্তাহের মধ্যেই সেই আন্দোলন সহিংস রূপ নেয়। গত বৃহস্পতিবার ও শুক্রবার রেজা পাহলভির বক্তব্যের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তবে ইরানের নিরাপত্তাবাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমন করে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এসব আন্দোলনে এখন পর্যন্ত ২ হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, ইরান সরকার দাবি করেছে—এই হত্যাকাণ্ড বিক্ষোভকারীদের নয়, বরং বিদেশি শত্রুদের উসকানিতে সৃষ্ট দাঙ্গাবাজদের কাজ।

এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়।

সংবাদ সম্মেলনে রেজা পাহলভি আরও বলেন, তিনি ইরানে ফিরে যাবেন এবং দেশের সংবিধান পরিবর্তন করবেন। তার দাবি, ইরানের নিজস্ব নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে চায়নি; বরং সরকার অন্য দেশ থেকে মিলিশিয়া এনে আন্দোলন দমন করেছে।

ইরানে ভবিষ্যতে কে নেতৃত্ব দেবেন—এমন প্রশ্নের জবাবে পাহলভি বলেন, “এটা ইরানের জনগণই ঠিক করবে। আমি শুধু তাদের স্বাধীন হওয়ার পথে সহায়তা করছি।”

 

news