ইরানে গ্রেপ্তার হওয়া শত শত সরকারবিরোধী বিক্ষোভকারীর বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিল করায় দেশটির নেতৃত্বকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানে সামরিক হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন,
“আমি ইরানের নেতৃত্বের প্রতি অত্যন্ত সম্মান জানাই, যারা গতকাল কার্যকর হওয়ার কথা থাকা সব নির্ধারিত ফাঁসি বাতিল করেছেন। ধন্যবাদ!”

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট করে বলেন, উপসাগরীয় কোনো দেশ বা ইসরায়েল তাকে ইরানে হামলা থেকে বিরত রেখেছে—এমন ধারণা সঠিক নয়। তার ভাষায়,
“কেউ আমাকে বোঝায়নি; আমি নিজেই নিজেকে বুঝিয়েছি।”

তিনি আরও যোগ করেন, “কারও ফাঁসি হয়নি। তারা নিজেরাই ফাঁসিগুলো বাতিল করেছে। এই সিদ্ধান্ত আমার ওপর বড় প্রভাব ফেলেছে।”

এর আগে বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানি কর্তৃপক্ষ ৮০০টি নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়।

ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তার দাবি, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে দেশটিতে হাজারো মানুষ নিহত বা আহত হয়েছে। মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন,
“প্রতিষ্ঠানগুলো দখলে নিন, সহায়তা আসছে।”

একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তেহরানকে ‘খুব কঠোর পদক্ষেপের’ মুখে পড়তে হবে।

অন্যদিকে, ইরানের সরকারি কর্মকর্তারা চলমান আন্দোলনকে ‘দাঙ্গা’ ও ‘সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন। তাদের দাবি, এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে।

 

news