গাজায় প্রায় দুই বছর ধরে চলা যুদ্ধের ভয়াবহ প্রভাব এখন ইসরায়েলি সেনাদের মাথায় ভর করেছে। পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি), গভীর বিষণ্নতা আর আত্মহত্যার চিন্তা—এসব সমস্যা দিন দিন বেড়েই চলেছে। ফ্রান্স২৪-এর রিপোর্ট বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে শুরু হওয়া এই যুদ্ধই মূল কারণ।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর বিভিন্ন স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই ভয়ঙ্কর চিত্র। গাজার পাশাপাশি লেবানন ফ্রন্টেও যুদ্ধ চলছে, তার ওপর ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ছে—এই সব মিলিয়ে সেনাদের মানসিক চাপ এখন চরমে।
যুদ্ধটা দ্রুত গাজা থেকে লেবানন সীমান্তে ছড়িয়ে পড়ে। হিজবুল্লাহর সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরু হয়। ইসরায়েলের ইতিহাসে এত দীর্ঘ আর ভয়াবহ যুদ্ধ খুব কমই দেখা গেছে। গাজা আর লেবানন সীমান্তে লাখ লাখ সেনা ও রিজার্ভ সদস্য মোতায়েন করা হয়েছে। অনেকেই মাসের পর মাস সরাসরি যুদ্ধের মধ্যে ছিলেন।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও লেবাননের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইসরায়েলি অভিযানে গাজায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি আর দক্ষিণ লেবাননে ৪ হাজার ৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে তাদের ১ হাজার ১০০-এর বেশি সেনা নিহত হয়েছে।
গাজা এখন প্রায় ধ্বংসস্তূপ। সেখানকার প্রায় ২০ লাখ মানুষ আশ্রয়, খাবার, ওষুধ—কোনো কিছুরই ঠিকঠাক ব্যবস্থা নেই। ফিলিস্তিনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গাজাবাসী এখন একটা ‘মানসিক আগ্নেয়গিরি’র ওপর বসে আছে। বিশেষ করে বাচ্চাদের মধ্যে রাতে দুঃস্বপ্ন, অযথা ভয়, মনোযোগ ধরে রাখতে না পারা, আচরণে বদল—এসব সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে।
যুদ্ধ শুধু শরীর নয়, মনকেও ভেঙে দিচ্ছে—এটাই এখন সবচেয়ে বড় সত্যি।
Gaza war PTSD, Israeli soldiers suicide risk, Israel army mental health crisis, Post-traumatic stress Gaza conflict, Israeli troops
