তাইওয়ানের ব্যাপারে এবার আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিল চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে, তথাকথিত 'তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের' দমন করতে তারা যেকোনো বিকল্প বেছে নিতে প্রস্তুত। এমনকি সামরিক শক্তি ব্যবহারও এই বিকল্পের বাইরে নয়।

শুক্রবার বেইজিংয়ে এক ব্রিফিংয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিয়াও কাং সরাসরি বলেন, "বিচ্ছিন্নতাবাদীদের শাস্তি দিতে আমাদের সামনে সব ধরনের বিকল্প খোলা আছে। কোনোটাই বাদ দেওয়া হচ্ছে না।"

তাঁর এই বক্তব্য আসে এমন সময়ে, যখন তাইওয়ানে এই উদ্বেগ দেখা দিয়েছে যে, ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের দৃষ্টান্ত ধরে চীনও হয়তো তাইওয়ানের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে। এই আশঙ্কাকে আমলে নিয়ে চাং সিয়াও কাং জোর দিয়ে বলেন, "তাইওয়ান ইস্যু একদমই চীনের নিজস্ব অভ্যন্তরীণ ব্যাপার। এটা কিভাবে সমাধান হবে, সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার চীনের। কোনো বিদেশি শক্তির এখানে হস্তক্ষেপ করার বা মন্তব্য করার কোনো অধিকার নেই। চীন সেটা মানবেও না।"

'কলসিতে কচ্ছপ ধরার মতো সহজ'
তিনি আরও স্পষ্ট করে বলেন, চীন চাইলে খুব সহজেই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোকে মোকাবিলা করতে পারে। এই কাজটিকে তিনি "কলসিতে কচ্ছপ ধরার মতোই সহজ" বলে বর্ণনা করেন। তার মানে, চীনের সামরিক শক্তি এতটাই জোরালো যে তারা ইচ্ছে করলে যেকোনো সময় এই ইস্যুর 'সামরিক সমাধান' করতে পারে।

পরিস্থিতি কতটা টেনশনপূর্ণ?
চাং সিয়াও কাংয়ের এই রক্তচক্ষু ও কঠোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাইওয়ান প্রণালীর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। চীনের এই হুঁশিয়ারি একদিকে যেমন আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে, তেমনই আন্তর্জাতিক মহলের দৃষ্টিও কেড়েছে। সবমিলিয়ে, তাইওয়ানকে ঘিরে চীনের জবরদস্ত নীতি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

 

news