ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) কিছু সদস্য সিরিয়া থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে অধিকৃত পশ্চিম তীরের খামারে পাচার করার ঘটনায় বড় ধরনের শাস্তি পেয়েছে। এই অবিশ্বাস্য ঘটনা ইসরাইলি সেনাবাহিনীর ভেতরে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

ইসরাইলি টিভি চ্যানেল ১২-এর রিপোর্ট অনুযায়ী, গোলান মালভূমিতে দায়িত্বে থাকা গোলান ব্রিগেডের একটি ব্যাটালিয়ন প্রায় দুই সপ্তাহ আগে সিরিয়ার ভেতরে একটা অভিযান চালায়। অভিযানের সময় তারা সিরীয় কৃষকদের একটা বড় ছাগলের পাল দেখতে পায় এবং সেগুলো ইসরাইলি এলাকায় নিয়ে আসে।
পরে ওই ছাগলগুলোকে আগে থেকেই প্রস্তুত রাখা ট্রাকে তুলে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন অবৈধ বসতির খামারে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার পর আইডিএফ জানিয়েছে, এই পুরো কাজটা কোনো ঊর্ধ্বতন অফিসারের অনুমতি ছাড়াই করা হয়েছে। ফলে সংশ্লিষ্ট স্কোয়াড কমান্ডারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে কড়া তিরস্কার করা হয়েছে এবং পুরো টিমকে অনেকদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে।

স্থানীয় কৃষকরা রাস্তায় ডজন ডজন ছাগল ঘুরে বেড়াতে দেখে সেনাবাহিনীকে খবর দিলে তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায়, চুরি হওয়া ২৫০টি ছাগলের মধ্যে প্রায় ২০০টি এখনো ইসরাইলের ভেতরে ঘুরে বেড়াচ্ছে—কোনো চিহ্ন বা টিকা ছাড়াই। বাকিগুলো সিরীয় সীমান্তের এদিক-ওদিক ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে ইসরাইলি বাহিনী দক্ষিণ সিরিয়ার বাফার জোনে অন্তত ৯টি সামরিক পোস্টে অবস্থান নিয়েছে। ইসরাইলের দাবি, শত্রুপক্ষের হাতে ভারী অস্ত্র যাতে না পৌঁছায় সেজন্য তারা সিরিয়ার ভেতরে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত অভিযান চালাচ্ছে।
এই ঘটনা দেখে অনেকেই বলছেন—যুদ্ধের মাঝে ছাগল চুরির এমন কাণ্ডও সম্ভব!

 

news