ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা। হঠাৎই সাইরেনের তীব্র আওয়াজ, আর তার সঙ্গে কেঁপে উঠলো ইসরাইলের দক্ষিণের বিশাল নেগেভ মরুভূমি। বৃহস্পতিবার সকালে এই অঞ্চলে ৪.২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু এই কম্পন কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো গভীর রাষ্ট্রীয় রহস্য?
ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনার মাঝেই এই ভূমিকম্প যেন জল্পনার বনে নতুন করে ঘি ঢেলে দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, ইসরাইল কি তাদের গোপন ডিমোনা নিউক্লিয়ার সাইটে কোনো ধরনের পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছিল?
সন্দেহের কেন্দ্রে ঠিক সেই ডিমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটিই। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল এই অতি গোপনীয় প্রতিষ্ঠানের আশেপাশেই। আরও আশ্চর্যের বিষয় হলো, ভূমিকম্পের সময়টাতেই সারা দেশজুড়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি জরুরি অবস্থা মহড়া বা ইমার্জেন্সি ড্রিল চলছিল। এই কাকতালীয় মিল অনেকের কাছেই 'সন্দেহজনক' মনে হয়েছে।
বিশেষজ্ঞরা এই ভূমিকম্পের ধরন বিচার করে নতুন প্রশ্ন তুলেছেন। কম্পনটির উৎপত্তি ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে এবং স্থায়িত্ব ছিল মাত্র ১.৫ সেকেন্ড। অনেক সামরিক বিশ্লেষকের মতে, স্বল্প ক্ষমতার ('লো-ইয়েল্ড') ভূগর্ভস্থ নিউক্লিয়ার পরীক্ষার সময় ঠিক এই রকমের কম্পনের রেকর্ড থাকে।
এদিকে, একই দিনে ইসরাইলে ভ্রমণসংক্রান্ত নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সরকারিভাবে এই নির্দেশিকা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কারণেই বলা হয়েছে। কিন্তু নেটিজেন এবং অনেক পর্যবেক্ষক মনে করছেন, নেগেভের এই রহস্যময় 'ভূমিকম্প'-এর ঘটনাও এই সতর্কতা জারির পেছনে একটি কারণ হতে পারে।
