চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক জব্দের প্রতিবাদে আন্দোলনরত তিন নেতাকে গ্রেপ্তার ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে এ ঘটনাকে "সরকারের শ্রমিকবিরোধী চরিত্রের আরেকটি প্রকাশ" বলে অভিহিত করেছেন এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, গত কয়েকদিন ধরে চট্টগ্রামে পুলিশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক জব্দ করছে, যার ফলে প্রায় ৩ হাজার পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে। এই অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল দেওয়ানহাট মোড়ে বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছিল। কিন্তু সমাবেশ শুরুর আগেই পুলিশ বিনা উস্কানিতে সমাবেশ পণ্ড করে দেয় এবং চট্টগ্রাম জেলা বাসদের ইনচার্জ আল কাদেরী জয়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা মিরাজ উদ্দিন ও রিকশা শ্রমিক নেতা রুকনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয় এবং আদালত জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠায়।

কমরেড ফিরোজ তার বিবৃতিতে বলেন, "দেশে বেকারত্বের মহামারি চলছে। নতুন কর্মসংস্থান সৃষ্টি না করে সরকার গরিব রিকশাচালকদের একমাত্র জীবিকার উপায় কেড়ে নিচ্ছে। এটা নিছক নিষ্ঠুরতা।" তিনি আরও যোগ করেন, "সংগ্রাম পরিষদ দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত যানবাহনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদানের দাবি জানিয়ে আসলেও কোনো সরকারই এ বিষয়ে গুরুত্ব দেয়নি। বরং প্রতিবাদকারীদের গ্রেপ্তার ও হয়রানির পথ বেছে নেয়া হচ্ছে।"

এই ঘটনাকে "মালিকশ্রেণির স্বার্থ রক্ষার আরেকটি কৌশল" আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, "সরকার গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে রিকশাচালকদের ওপর একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটা প্রমাণ করে যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ও ড. ইউনুস সরকারের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। উভয়ই শ্রমিকবিরোধী।"

বাসদের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে:
১. অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি
২. ব্যাটারিচালিত যানবাহনের জব্দ বন্ধ
৩. অবিলম্বে এই খাতের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদান
৪. বিশেষ ক্ষমতা আইনের মতো কালো আইন বাতিল

এই ঘটনা চট্টগ্রামের রিকশাচালকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী দিনে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

#রিকশাচালক_আন্দোলন #বাসদ_প্রতিবাদ #বিশেষ_ক্ষমতা_আইন_বাতিল #শ্রমিক_অধিকার #চট্টগ্রাম_আন্দোলন

news