“বিএনপি ক্ষমতায় যেতে চায় না, জনগণের ভোটে নির্বাচিত হতে চায়”—সরাসরি এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তাঁর ভাষায়, দেশের অন্তত ৭৫ শতাংশ মানুষ এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। ৪ মে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম (জিসফ)-এর আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “আমরা রোডম্যাপ চাই, কাল্পনিক প্রতিশ্রুতি নয়। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট পরিকল্পনা চাই, নইলে জনগণের রাস্তায় নামা ঠেকানো যাবে না।” তাঁর কথায়, কেতাবি সংস্কারে কিছু হবে না, দরকার নির্বাচনমুখী সংস্কার। “রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করার সেই পুরোনো খেলা এবার আর চলবে না”—জোর গলায় এমন দাবি জানান তিনি।
সভায় আরও ছিলেন বিএনপির একাধিক নেতা-কর্মী ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা। প্রত্যেকের মুখেই ছিল একটি কথা—নির্বাচন চাই, অবাধ নির্বাচন চাই। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার গঠন করে দ্রুত একটি গ্রহণযোগ্য ভোটের রোডম্যাপ ঘোষণা করতে হবে, তবেই গণতন্ত্রের সঠিক পথে ফিরবে দেশ।
#নির্বাচনচাই #গণতন্ত্র #বিএনপি #ভোটাধিকার #রাজনীতি2025


