ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নিহত নেতা শাহরিয়ার আলম সাম্যর বড় ভাই সর্দার আমিরুল ইসলাম সাগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন। রোববার (১ জুন) ঘোষিত এনসিপির ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে তাকে সদস্য পদে মনোনীত করা হয়েছে।

সাগর একসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৭ সালের আগস্টে তিনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে সংগঠন থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে, ২০১৯ সালের ১৭ এপ্রিল বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় সংগঠনে অন্তর্ভুক্ত করা হয়।

সাগর গণমাধ্যমকে জানান, "২০১৯ সালে ছাত্র রাজনীতি থেকে সরে যাওয়ার পর আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াইনি। আমি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি। আমার পিতা ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য। তাই মূলধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নিতে এনসিপিতে যোগ দিয়েছি।”

সাম্যের হত্যাকাণ্ড প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় ছাত্রদল ও তার পরিবার শোকাহত এবং দোষীদের দ্রুত বিচারের দাবি জানায়।

সাগরের এনসিপিতে যোগদানে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে জাতীয়তাবাদী রাজনীতির বিকল্প ধারায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন, যেখানে ত্যাগ, আদর্শ ও ভিন্নমতের সহনশীলতা একসাথে পথ চলতে পারে।

news