বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে তৈরি ছবি ও ভিডিও নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে কখনোই কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না, এখনো নেই। সম্প্রতি একটি অসাধু চক্র মিথ্যা ও ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর মন্তব্য ও কনটেন্ট ছড়াচ্ছে।”

রিজভী জানান, এ চক্র এআই প্রযুক্তি ব্যবহার করে দুটি সম্মানিত নারীর ছবি ও ভিডিও বিকৃতভাবে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে, যা শুধু অনৈতিকই নয় বরং আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, “বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বারবার অপচেষ্টা করা হচ্ছে। এবার নিশানা করা হয়েছে জুবাইদা ও জাইমাকে, যারা রাজনীতির বাইরে থেকে ব্যক্তিগতভাবে অত্যন্ত শালীন, বিনয়ী এবং শিক্ষিত।”

এ সময় তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

রিজভী দেশবাসীকে সতর্ক করে বলেন, “ফেসবুকে বা অন্য কোনো মাধ্যমে ডা. জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের নামে প্রকাশিত যেকোনো বক্তব্য বা পোস্টকে বিভ্রান্তিমূলক ধরে নেওয়া উচিত এবং সেগুলোর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

news