জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় তহবিল সংগ্রহে প্রচলিত ধারার বাইরে নতুন উদ্যোগ নিচ্ছে। এবার দলটি টি-শার্ট, মগ, বই বিক্রি, অনলাইন কোর্স ও প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অর্থ জোগাড়ের পরিকল্পনা গ্রহণ করেছে। বুধবার (৪ জুন) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আর্থিক নীতিমালা প্রকাশ করে দলটি।

প্রকাশিত নীতিমালায় জানানো হয়, সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট রশিদ, মোবাইল পেমেন্ট বা ব্যাংকের মাধ্যমে মাসিক ফি গ্রহণ করা হবে। পাশাপাশি থাকবে ‘১০০ টাকা ক্যাম্পেইন’ ও ‘ছোট দান, বড় স্বপ্ন’ শীর্ষক জনসম্পৃক্ত কার্যক্রম—যার মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণে রাজনৈতিক তহবিল গঠনের প্রতিফলন ঘটবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা অনলাইন ডোনেশন পোর্টালের মাধ্যমে সহজে দান করতে পারবেন। করপোরেট অনুদান গ্রহণের ক্ষেত্রেও কঠোর যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া অনুসরণ করা হবে। তবে দলটি স্পষ্টভাবে জানিয়েছে—কালো টাকা, অজানা উৎস, বিদেশি সরকার বা কোনো অপরাধ সংশ্লিষ্ট উৎস থেকে অর্থ গ্রহণ করা হবে না।

নীতিমালায় রাজনৈতিক কর্মীদের জন্য সম্মানজনক ভাতা ও ফেলোশিপের ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। এতে বলা হয়, টেকসই ও মেধাভিত্তিক রাজনীতি গড়তে দলীয় কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রয়োজন—যা তাদের স্বাধীনভাবে কাজ করতে উৎসাহিত করবে।

দলটি আরও জানিয়েছে, অর্থ আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের জবরদস্তি বা অনৈতিক চাপ প্রয়োগ করা হবে না। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে গোপন সূত্রে তথ্য পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই উদ্যোগকে এনসিপি একটি “স্বচ্ছ, জনসম্পৃক্ত ও নৈতিক রাজনীতির অর্থনৈতিক মডেল” হিসেবে উপস্থাপন করেছে।

news