পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার রাজধানীর গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে মুক্ত পরিবেশে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে ঈদ উদযাপন করবেন। দীর্ঘ সময় পর ঈদে তিনি কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন।
সম্প্রতি লন্ডন থেকে দেশে ফেরেন খালেদা জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। তবে শর্মিলা এরই মধ্যে মেয়েদের সঙ্গে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। অন্যদিকে, বৃহস্পতিবার সকালে জুবাইদা রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন, সেখানে তিনি স্বামী তারেক রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে ঈদ করবেন।
বিএনপির নেতারা এবার নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের আজাদ মসজিদে, মির্জা আব্বাস শাহজাহানপুরে, গয়েশ্বর রায় কেরানীগঞ্জে, মোশাররফ হোসেন গুলশানে ঈদের নামাজ আদায় করবেন।
ঈদের দিন সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন এবং রাতে গুলশানে চেয়ারপারসনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে মিলিত হবেন।
বিভাগভিত্তিক কর্মসূচিতেও নেতারা অংশ নেবেন—ঢাকা বিভাগে সোহেল, তাবিথ, ইশরাক; রাজশাহীতে মিনু, দুলু; খুলনায় দুদু, হেলাল; চট্টগ্রামে খোকন, শাহাদাত; সিলেটে আরিফ, লুনা; বরিশালে আলাল, স্বপন; রংপুরে দুলু, ফয়সাল; ময়মনসিংহে প্রিন্স, রুবেল এবং ফরিদপুরে অপু, শামা ওবায়েদ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন।
এছাড়া, গুরুতর অসুস্থ অবস্থায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মাহবুবুর রহমান ও সারোয়ারী রহমান বাসায় অবস্থান করবেন।


