শোয়েবকে ‘বিভ্রান্ত সুপারস্টার’ বললেন রমিজ রাজা

বেশ কয়েকদিন ধরেই পাকিস্তান ক্রিকেটাঙ্গন মাতিয়ে রেখেছেন সাবেক গতি তারকা শোয়েব আখতার। দেশটির বর্তমান ক্রিকেটারদের একের পর এক আক্রমণ করে তিনি পুরো ক্রিকেটপাড়াকে করে তুলেছেন সরগরম। তবে এখানেই শেষ নয়, এই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর মন্তব্যের পর আসছে পাল্টা মন্তব্য। এ নিয়ে সাবেক ক্রিকেটার কামরান আকমল ও শহীদ আফ্রিদির পর এবার মুখ খুলেছেন সাবেক বোর্ড সভাপতি রমিজ রাজা।

দেশটির এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, খোলাখুলিভাবে বাবরের কথা বলব আমি, পাকিস্তানের সবচেয়ে বড় ব্র্যান্ড হওয়া উচিত তার। কিন্তু সেটা হতে পারছে না? কারণ, সে কথা বলতে পারে না।

বাবরকে এমন কটাক্ষ করে বিপাকে পড়েছে শোয়েব আখতার। শোয়েবকে উদ্দেশ্য করে সাবেক এই ক্রিকেটার বলছেন, শোয়েব আখতার একজন বিভ্রান্ত সুপারস্টার। তিনি চান সবাই ব্র্যান্ড হোক, কিন্তু তারচেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষ হওয়া।

এনবিএস/ওডে/সি

news