টি-টোয়েন্টি ক্রিকেটে পানামার কাছে হেরে গেলো আর্জেন্টিনা
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে পানামার কাছে ৫৩ রানে হেরেছে আর্জেন্টিনা। হার্লিংহাম ক্রিকেট গ্রাউন্ডে পানামার দেয়া ১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে আর্জেন্টিনা কেবল ৮৬ রান সংগ্রহ করে। ক্রিকইনফো
১৪০ রানের জবাবে ব্যাট করতে নেমে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আলেজান্দ্রো ফার্গুসন। এছাড়া ২২ বলে ১৮ রান করেন রামিরো এসকোবার। পানামার পক্ষে ১৬ রানে তিন উইকেট লাভ করেন খেনগার রতিলাল।
এর আগে, ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে পানামা। জাসাত মন্থর ৪৭ বলে ৩৫ রান করেন। এছাড়া ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন প্যাটেল। ৩০ বলে ৪২ রান করেন তিনি। বল হাতে আর্জেন্টিনার অধিনায়ক এর্নান ফেনেল ১৭ রানে ৩ উইকেট শিকার করেন।
এনবিএস/ওডে/সি

