ঢাকায় আসছে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেটের প্রতিনিধি দল

সোমবার বাংলাদেশে আসছে আর্জেন্টিনার শীর্ষ ফুটবল ক্লাব রিভারপ্লেটের প্রতিনিধি দল। সকালে অবতরণের পর রাজধানীর একটি হোটেলে প্রতিনিধি দলের সঙ্গে দেশের শীর্ষ ৫টি ক্লাবের কর্মকর্তারা বৈঠক করবেন।

জানা গেছে, গত মৌসুমে লিগের শীর্ষ পাঁচ দল রিভারপ্লেটের সঙ্গে বৈঠকের সুযোগ পাচ্ছে। ওই মৌসুমে তৃতীয় হয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। তারা ফুটবল থেকে সরে যাওয়ায় গত লিগের ষষ্ঠ দল শেখ রাসেল ক্রীড়া চক্র পঞ্চম দল হিসেবে সভায় উপস্থিত থাকার সুযোগ পাবে।

বাকি শীর্ষ চার দল হচ্ছে বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাংলাদেশের পাঁচ ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদক ও নীতি নির্ধারক পর্যায়ের লোকদের এই বৈঠকে থাকার কথা রয়েছে। রিভারপ্লেটের পক্ষে দু’জন প্রতিনিধি এতে অংশ নেবেন।

পরবর্তীতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীরও বাংলাদেশ সফর করার কথা রয়েছে। সেই সফরে কুটনৈতিক বিষয় ছাড়াও আলোচনায় থাকবে দু’দেশের ফুটবল। আগামী মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী। সৌজন্য সাক্ষাতের পর বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে পররাষ্ট্রমন্ত্রী একটি ২০ মিনিটের প্রীতি ম্যাচও উপভোগ করবেন।

পরবর্তীতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীরও বাংলাদেশ সফর করার কথা রয়েছে। সেই সফরে কুটনৈতিক বিষয় ছাড়াও আলোচনায় থাকবে দু’দেশের ফুটবল। আগামী মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী। সৌজন্য সাক্ষাতের পর বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে পররাষ্ট্রমন্ত্রী একটি ২০ মিনিটের প্রীতি ম্যাচও উপভোগ করবেন।

এনবিএস/ওডে/সি

news