ব্রিটিশ দূতাবাসে তাসকিন-মঈনদের হাস্যোজ্জ্বল দিন

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা ইংল্যান্ড দলকে ডেকে ছিল ইংলিশ দূতাবাস। সেখানে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ দলে ক্রিকেটাররা। বিসিবির পাঠানো ছবিতে দেখা যায়, দুই দলের তারকারা বেশ হাসিখুশি সময় কাটিয়েছেন সেখানে। প্রতিদিনের বাংলাদেশ

ইংলিশ তারকাদের বরণ করতে বাংলাদেশের সংস্কৃতিকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করা হয়। ইংলিশদের সঙ্গে আনন্দে মেতে উঠেন তাসকিনরা।

আদিল রশিদ এবং জোফরা আর্চারকে যাত্রী বানিয়ে যেন তর সইছে না রিকশা চালক মঈন আলির। চালকের আসনে বসা তাসকিন আহমেদেরও পছন্দ একই যাত্রী। ইংল্যান্ড ও বাংলাদেশ দলের সদস্যদের এমন হাস্যজ্জ্বল ছবি দেখা গেছে ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে বেলা ২:৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ। সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। ১ মার্চের পর দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। তিনদিন পর ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ এক দিনের ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এনবিএস/ওডে/সি

news