উইলিয়ামসনের রেকর্ডে খাদ থেকে উঠে দাঁড়ালো নিউজিল্যান্ড

ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ে তুলেছে নিউজিল্যান্ড। ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেয়ার আগে কেইন উইলিয়ামসন গড়েন কিউইদের হয়ে সাদা পোশাকে সর্বোচ্চ রানের রেকর্ড। তার সঙ্গে টম লাথাম, মাইকেল ব্রেসওয়েলদের দুর্দান্ত ইনিংসে শেষ দিনে ইংল্যান্ডকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্বাগতিকরা।

চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমেই রেকর্ড গড়েন উইলিয়ামসন। ১১২ টেস্ট খেলে ৭ হাজার ৬৮৩ রান নিয়ে এত দিন শীর্ষে ছিলেন রস টেলর। উইলিয়ামসন তাকে পেছনে ফেলেছেন নিজের ৯২তম টেস্ট ম্যাচেই।

দিনের শুরুতে উইল ইয়ং আউট হলেও ড্যারিল মিচেলকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন উইলিয়ামসন। মিচেল ৫৪ বলে ৫৪ রান করে আউট হলে জুটি বাঁধেন টম ব্লান্ডেল। তাদের জুটিতে আসে ১৫৮ রান। ১২ চার মেরে ১৩২ রান করে আউট হন উইলিয়ামসন। ব্রান্ডেলের  ৯০ রানের ইনিংসে ৪৮৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলোঅন এড়িয়ে ইংলিশদের সামনে ২৫৮ রানের টার্গেট দাঁড় করায় স্বাগতিকরা।

ইংলিশ স্পিনার জ্যাক লিচ সবোর্চ্চ ৫ উইকেট শিকার করেন। ব্রড, রবিনসন , জো.রুট ও ব্রুক একটি করে উইকেট শিকার করেন।

২৫৮ রানের জয়ের লক্ষ্যে নামা ইংল্যান্ডকে উদ্বোধনী জুটিতে ৩৯ রান এনে দেন ক্রলি-বেন ডাকেট। ৩০ বলে ২৪ রান করে আউট হলে ওলি রবিনসনকে নিয়ে দিনের বাকিটা সময় কাটিয়ে দেন ডাকেট। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করেছে ইংলিশরা। শেষ দিনে জয়ের জন্য ২১০ রান প্রয়োজন।

এনবিএস/ওডে/সি

news