তাসকিন, মিরাজের পর উইকেট পেলেন তাইজুল

ইংল্যান্ডের ৩ উইকেটের পতন হলেও একপ্রান্তে অবিচল থেকে ব্যাটিং করে যাচ্ছেন ওপেনার জেসন রয়। তাদের ৩য় উইকেটের পতন ঘটান স্পিনার তাইজুল ইসলাম। তার বলে মুশফিককে ক্যাচ দিয়েছেন জেমস ভিন্স।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২৮ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ১৪১ রান।

মালানকে ফিরিয়ে দিয়েছেন স্পিনার মেহেদী মিরাজ। এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়লেন তিনি।

স্পিন দিয়ে আক্রমণ শুরু করার পর তেমন সাফল্য না আসায় পেসার তাসকিনকে এনেছিলেন তামিম ইকবাল। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার। ওপেনার ফিল সল্টকে স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন তিনি। ক্রিজে এসেছেন গত ম্যাচের নায়ক ডেভিড মালান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ইংলিশদের সংগ্রহ ২৫ রান।

এর আগে, সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। এর আগে, প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা হারিয়েও হেরেছিল টাইগাররা। ফলে আজ তাদের সামনে জয়ের বিকল্প নেই।

আজকের ম্যাচে বাংলাদেশ দলের একাদশে কোন পরিবর্তন করা হয়নি। পক্ষান্তরে, পরিবর্তন হয়েছে ইংল্যান্ড দলে।

এনবিএস/ওডে/সি

news