ভিএআরে বাড়তি সাহায্যে দিতে বার্সেলোনাকে প্রস্তাব দিয়েছিলেন রেফারি

১৬ বছর ধরে লা লিগার রেফারিদের কমিটির তৎকালীন সহ সভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘দাসনিল ৯৫ এসএল’-কে ৪৭ লাখ ইউরো বা প্রায় ৫৩ কোটি টাকা দিয়েছে বার্সেলোনা।

তিন সপ্তাহ আগের সে খবরের ধাক্কা এখনো সামলাতে পারেনি স্প্যানিশ ফুটবল। কাল নতুন আরেক কেলেঙ্কারির কথা জানা গেছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যুগেও বার্সেলোনাকে বাড়তি সুবিধা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন নেগ্রেইরা।

২০১৮ সালে নেগ্রেইরার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেন তৎকালীন সভাপতি হোসে মারিয়া বার্তোমেউ। পাওনা অর্থ আদায়ে বার্সেলোনাকে ব্ল্যাকমেইলের হুমকিও দেন নেগ্রেইরা। এ নিয়ে তদন্ত চলছে স্পেনে। এর মধ্যেই এল মুন্দো জানিয়েছে, ২০২০ সালে বার্সেলোনার সঙ্গে আবার যোগাযোগ করেছিলেন নেগ্রেইরা।

২০১৮ সালে ভিএআরের আবির্ভাব। প্রযুক্তির আবির্ভাবে রেফারিদের ইচ্ছাকৃত ভুল করার সম্ভাবনা কমে যায়। কিন্তু নেগ্রেইরা নাকি প্রযুক্তির মধ্যেও দুর্নীতির সুযোগ খুঁজে পেয়েছিলেন। বার্সেলোনা বোর্ডকে জানিয়েছিলেন, ‘ভিএআর এর ব্যাপারে তোমাকে সাহায্য সাহায্য করতে পারি আমি। আগ্রহী হলে যোগাযোগ কর।

এল মুন্দো জানিয়েছে, বার্সেলোনা নেগ্রেইরার প্রস্তাবের কোনো জবাব দেয়নি। কিন্তু এমন সময় হঠাৎ এমন খবর ক্লাবটির জন্য বিব্রতকর। নেগ্রেইরা কাণ্ডে লা লিগা ‘তিন বছর মেয়াদ’ পেরিয়ে যাওয়ায় কোন শাস্তি না দিলেও স্পেনের আদালত ব্যাপারটা গুরুত্ব নিয়েই দেখছে।

এনবিএস/ওডে/সি

news