ভারত-অস্ট্রেলিয়া শেষ টেস্টে দুই দেশের প্রধানমন্ত্রী

বোর্ডার-সুনীল গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। ম্যাচটি দণন দলের কাছে গুরুত্বপূর্ণ হলেও দুই দেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাড়তি মর্যাদা পেয়েছে।

বৃহস্পতিবার ম্যাচ শুরুর আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মার হাতে বিশেষ টেস্ট ক্যাপ তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথের হাতে টুপি তুলে দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজও। টুপি তুলে দেওয়ার পর দুই অধিনায়কের হাত ধরে দাঁড়ান দুই দেশের প্রধানমন্ত্রী। এরপর হাতে হাত রেখে গলফ কার্টে চেপে গোটা মাঠ প্রদক্ষিণ করেন দুই প্রধানমন্ত্রী। স্টেডিয়ামের আনাচ-কানাচ থেকে তখন ভেসে আসছে মোদী মোদী চিৎকার। চোখের সামনে প্রধানমন্ত্রীকে দেখে রীতিমতো ফেটে পড়ে মোতেরার গ্যালারি।

জাতীয় সঙ্গীত শুরুর আগে আবারো দুই দেশের প্রধানমন্ত্রী দু’দলের অধিনায়কের হাত ধরে মাঠে নেমে আসেন। খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়েদেন দুই অধিনায়ক। শুরু হয় জাতীয় সঙ্গীত। বিরাট-রোহিতদের পাশে দাঁড়িয়ে গলা মেলান নরেন্দ্র মোদীও। সবশেষে গ্যালারিতে থাকা দর্শকদের দিকে হাত নেড়ে মাঠ ছাড়েন প্রধানমন্ত্রী।

বুধবারই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে ভারতে এসে আমদাবাদ পৌঁছেছেন। সেখানে নেমেই অ্যালবানেজ টুইটারে লেখেন, ভারতের আমদাবাদে পৌঁছলাম। অস্ট্রেলিয়া-ভারত সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ সফরের সূচনা হল।

এরপর অ্যালবানেজ আরো বলেন, তাঁর সফর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর এবং মজবুত করার কাজ করবে।

এনবিএস/ওডে/সি

news