বাংলাদেশের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রোববার আসছে আয়ারল্যান্ড

মাসব্যাপী বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। রোববার বিকালে দলটি ঢাকায় পা রাখবে। সফরকালে তারা বাংলাদেশের সঙ্গে প্রথমবার পূর্ণাঙ্গ সিরিজ খেলবে।

সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং একটি টেস্ট ম্যাচ রয়েছে। আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

একই ভেন্যুতে ২০ ও ২৩ মার্চ হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। আর ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে সফরের একমাত্র টেস্ট।

বাংলাদেশের বিরুদ্ধে খেলতে তিন ফরম্যাটের জন্য আগেই দল ঘোষণা করেছিলো আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিরুদ্ধে ডাক পাওয়ার পরও ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন জশ লিটল। আর টি-টোয়েন্টিতে পাওয়া যাবে না কোনোর ওলফার্টকে। এই দুজনের পরিবর্তে তিন ফরম্যাটের স্কোয়াডে রাখা হয়েছে পেস বোলিং অলরাউন্ডার ফিওন হ্যান্ডকে।

এর আগে আইরিশ জার্সিতে আট টি-টোয়েন্টি খেলেছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তিন ফরম্যাটেই আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্রু বালবার্নি।

এনবিএস/ওডে/সি

news