ক্যারিয়ার শেষে ৫০০ উইকেটে মালিক হতে চান হাসান মাহমুদ
সাম্প্রতিক সময়ে বল হাতে নিজেকে চেনাচ্ছেন তরুণ পেসার হাসান মাহমুদ। সবশেষ বিপিএলেও ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও বল হাতে সেরা হাসান। ডেথ ওভারে বল করে ১২ বলে দিয়েছেন মোটে ৫ রান। শিকার করেছেন ২ উইকেট। ইংল্যান্ডকে বড় রান করতে না দেওয়ায় তার এই দুই ওভারের ভূমিকা ছিল দারুণ।
শনিবার বাংলাদেশ দলের অনুশীলন ছিল মিরপুরে। রোববার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এর আগে সংবাদ সম্মেলনে আসেন হাসান মাহমুদ। কত উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, ৫০০ উইকেট অবশ্যই।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জস বাটলারের উইকেট নিয়েছেন হাসান। তার হাতে দুইটা ছক্কা হজম করতে হয় হাসানকে। এরপর ফিরে এসে তাকে আউট করেন।
হাসান বলেন, ওই সময় সে যে আমাকে ছক্কা মেরেছে দুইটা পরপর, আমি ছয়ের দিকে তাকাই না, আমি দেখিনি ও কী করছিল। আমি ভাবছিলাম আমি কী করবো। শেষ দুই ওভারে আমার চ্যালেঞ্জ ছিল যেকরেই হোক ডিফেন্ড করতে হবে। আমি সেটা করার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, এই মুহূর্তে টি-টোয়েন্টিতে আমাদের দলে অন্যতম সেরা বাঞ্চ অব প্লেয়ার আমি দেখছি। খুবই উৎফুল্ল সবাই, মাঠে খুবই এফোর্ট দেয় শেষ পর্যন্ত। এটা যদি আমরা ধরে রাখতে পারি, এই ব্যাচটাকে এগিয়ে নিতে পারি, তাহলে আমি মনে করি টি-টোয়েন্টি হোক বা ওয়ানডে, যেকোনো ফরম্যাটে আমরা সবার থেকে এগিয়ে থাকব।
এনবিএস/ওডে/সি

